বিশ্বের শীর্ষ দশ দ্রুততম মোটরসাইকেল


বিশ্বের শীর্ষ দশ দ্রুততম মোটরসাইকেল
বিশ্বের সবচাইতে দ্রুততম গাড়ি ডেভেল সিক্সটিন-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০০ মাইল। তবে অবিশ্বাস্য হলেও সত্য, রাস্তায় গড়ে সর্বোচ্চ গতির ক্ষেত্রে মোটরসাইকেল অন্যান্য সব বাহন থেকে এগিয়ে। আজ আমরা এমন ১০টি মোটরসাইকেল সমন্ধ্যে জানব,যেগুলো গতির দিক থেকে অন্য সব বাইক থেকে এগিয়ে।

ডজ টমাহক
বিশ্বের সবচাইতে দ্রুতগতির বাইকগুলোর মধ্যে সবার প্রথমে আছে কিংবদন্তি ডজ টমাহক। এই বাইকটি প্রতি ঘণ্টায় ৩৫০ মাইল বা ৫৬৩ কিলোমিটার রান করতে পারে। শুধু তাই নয় ডজটমাহক এর সাথে পাল্লা দিতে পারেনা পৃথিবীর সর্বোচ্চ গতির গাড়িগুলোও ।এই বাইকটির মধ্যে রয়েছে ১০ ভালভের ৪ স্ট্রোকের ৮ হাজার ২৭৭সিসি ইঞ্জিন। শুনতে অবাক লাগলেও সত্যিকার অর্থে এই বাইকের রয়েছে ৪টি চাকা। চাকাগুলোর প্রত্যেকটির নিজস্ব সাসপেনশন রয়েছে। এখন পর্যন্ত এই বাইকটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাইকটি প্রথম দেখা গিয়েছিল ২০০৩ সালে উত্তর আমেরিকার অটো শোতে। সেসময় বাইকটির মূল্য ছিলো পাচ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় পাচকোটি নব্বই লাখ টাকার মত।

বিএমডব্লিউ এস১০০০ আরআর
ঘণ্টায় ২৯৯ মাইল বা ৪৮১ কিলোমিটার গতিতে চলতে পারে বিএমডাব্লিউ এস ১০০০ আর-আর । এই বাইকটির রয়েছে একটি ৯৯৯ সিসি ১৬-ভালভ মোটর ইঞ্জিন এবং ৬ স্পিড গিয়ারবক্স । এই বাইকটির ফ্রেম অত্যন্ত হালকা, যা এর গতির জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে। বাইকটি ২ দশমিক ৭ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতি তুলতে পারে। মোটরসাইকেলটির এবিএস, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে মোটরসাইকেলটি রাস্তায় চলার জন্যেও সুবিধাজনক।

এমভি অগাস্টা এফ৪ ১০০০আর
এই বাইকটি প্রতি ঘণ্টায় ২৯৮ মাইল বা প্রায় ৪৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। ১০০০ সিসির এই বাইকটির হ্যান্ডলিংও খুব সুন্দর। এই বাইকটি মাত্র ৩ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতি তুলতে সক্ষম। এই বাইকটিতে রয়েছে ৮-স্তরের ট্র্যাকশন নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে আপনি দুর্দান্তভাবে দ্রুতগতিতে বাইকটি পরিচালনা করতে সক্ষম হবেন। এমভি অগাস্টা এফ৪ ১০০০আর-এর রয়েছে প্রায় ১৭৪ টি ঘোড়ার সম সমপরিমান ক্ষ্মতা। এর বাজারমূল্য প্রায় ৪৭ হাজার মার্কিন ডলার।

এমটিটি ওয়াই২কে ৪২০-আরআর
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারবাইকগুলো তৈরি করে এমটিটি। যা্র মধ্যে একটি হচ্ছে, এমটিটি ওয়াই২কে ৪২০-আরআর। এই বাইকটি্র গতি প্রতি ঘণ্টায় ২৭৩ মাইল বা প্রায় ৪৪০ কিলোমিটার। এই বাইকটিতে ব্যবহৃত হয়েছে রোলস রয়েস অ্যালিসন ২৫০-সি২০ গ্যাস টারবাইন ইঞ্জিন। এমটিটির পূর্ববর্তী সংস্করণগুলোর প্রায় সমস্ত বৈশিষ্ট্যই রয়েছে এই বাইকটিতে।মোটরসাইকেলটিতে রয়েছে ৪২০ অশ্বশক্তির ক্ষমতা।এতে রয়েছে, একটি বড় সুইং আর্ম, পিরেলি ডায়াবলো ২৪০ রিয়ার টায়ার, অধিক জ্বালানী রাখার সক্ষমতা এবং একটি উন্নত কুলিং সিস্টেম। এর দাম পড়বে প্রায় ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এমটিটি টারবাইন সুপারবাইক ওয়াই২কে
বর্তমান বিশ্বে যতগুলো দ্রুত গতির মোটরসাইকেল রয়েছে তার মধ্যে অন্যতম এমটিটি টারবাইন সুপারবাইক ওয়াই২কে।এমটিটি ওয়াই২কে ৪২০-আরআর এর পূর্ববর্তী সংস্করণ হলো এমটিটি টারবাইন সুপারবাইক ওয়াই২কে। এখানে রোলস রয়েস অ্যালিসন ২৫০-সি১৮ টার্বোশ্যাফট ইঞ্জিনটি ব্যবহৃত হয়েছে। তার পরেও এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মোটরসাইকেলের তালিকায় নিজের অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। যার কারন হলো এই বাইকটির গতিময়তা।এটি প্রতি ঘণ্টায় ২৫০ মাইল বা ৪০২ কিলোমিটার বেগে ছুটতে পারে।এতে ব্যবহৃত হয়েছে ২-স্পিড সেমি-অটোমেটিক ট্রান্সমিশন। এই বাইকটি মাত্র ২ দশমিক ৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতি তুলতে পারে। এতে আছে প্রায় ৩২০ অশ্বশক্তির ক্ষমতা।

কাওয়াসাকি নিনজা এইচ২আর
এই বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৪ স্ট্রোক লিকুইড কুলড, ইন-লাইন ফোর, ডিওএইচসি, ১৬-ভালভের ৯৯৮সিসি ইঞ্জিন।যার কারনে এটি হয়ে উঠেছে অত্যন্ত দ্রুত গতির বাহন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৪৯ মাইল বা ৪০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। এই ব্যবহৃত হয়েছে কেটিআরসি বা কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল, কেআইবিএস বা কাওয়াসাকি ইন্টেলিজেন্ট অ্যান্টি-লক ব্রেক সিস্টেম, কেইবিসি বা কাওয়াসাকি ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং কেএলসিএম বা কাওয়াসাকি লঞ্চ কন্ট্রোল মোড।যার কারনে এই মোটরসাইকেলটি সুরক্ষিত হওয়ার পাশাপাশি মসৃণভাবে চলতে সাহায্য করে।এই বাইকই মাত্র ২ দশমিক ৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতি তুলতে সক্ষম।

দ্য লাইটেনিং এলএস-২১৮
আমেরিকার লাইটেনিং মোটরসাইকেল কোম্পানির নকশা করা দ্য লাইটেনিং এলএস-২১৮ হলো একটি বৈদ্যুতিক মোটরসাইকেল। ২০১৪ সালে এটি প্রথম উৎপাদিত হয়। উৎপাদনের পর থেকে এখন পর্যন্ত এই বাইকটি বিশ্বের দ্রুততম মোটরসাইকেলের গুলোর মধ্যে অন্যতম হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এই বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ২১৮ মাইল বা ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এটি বৈদ্যুতিক বাইক হওয়ার কারনে পরিবেশ বান্ধব।এতে রয়েছে ২০০ অশ্বশক্তির ক্ষমতা।এর বাজারমূল্য প্রায় ৩৯ হাজার মার্কিন ডলার থেকে ৪৭ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে।

ডুকাটি ১১৯৯ প্যানিগেল আর
ডুকাটির সবচেয়ে দ্রুতগতির মোটরসাইকেল হলো ১১৯৯ প্যানিগেল আর । এটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২০২ মাইল বা ৩২৫ কিলোমিটার।এই মোটরসাইকেলটি বেশ প্রশংসিত হওয়ার অন্যতম কারন হলো এর ড্রাইভিং ডাইনামিকস, শক্তিশালী ইঞ্জিন এবং এর অত্যাধুনিক প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টুইন-সিলিন্ডার প্রোডাকশন ইঞ্জিন ,লিকুইড কুলড, এল-টুইন ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এটিতে।মোটরসাইকেলটিকে তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম মনোকোক ফ্রেমে। এটির সামনে রয়েছে একটি সেমি ফ্লোটিং ৩৩০ মিলিমিটার ব্রেম্বো ডিস্ক এবং পিছনে রয়েছে একটি ২৪৫ মিলিমিটার ডিস্ক।এর বাজারমূল্য প্রায় ৩০ হাজার মার্কিন ডলার।

ড্যামন হাইপারস্পোর্ট প্রো
ড্যামন হাইপারস্পোর্ট প্রো হলো একটি স্পোর্টবাইক এবং স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের সংমিশ্রণ। এটি হলো একটি বৈদ্যুতিক মোটরসাইকেল। এতে ব্যবহৃত প্রযুক্তি এখন পর্যন্ত বাজারে সবচেয়ে উন্নত। সবকিছু মিলিয়ে এটি হাই-পারফরম্যান্সের একটি সার্বিক প্যাকেজ। এটির গতি প্রতি ঘণ্টায় ২০০ মাইল বা ৩২২ কিলোমিটার। এটির হাইপারস্পোর্টে দুটি আলাদা রাইডিং পজিশন রয়েছে।যেগুলো বৈদ্যুতিকভাবে চালিত হয়।একটি বোতামের স্পর্শেই এই মোটরসাইকেলের বসার সিট, ফুটপেগস, উইন্ডস্ক্রিন এবং হ্যান্ডেলবারগুলো সুপারবাইকের রাইডিং পজিশন থেকে স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের রাইডিং পজিশনে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটিতে রয়েছে কো-পাইলট নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ব্যবস্থা।হ্যান্ডেলবারে দুটি ক্যামেরা এবং হ্যাপটিক ফিডব্যাক ব্যবহারের মাধ্যমে এটি এর চালককে ট্র্যাফিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেন।এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ মাইল বা ৩২২ কিলোমিটার। যা এর অত্যন্ত শক্তিশালী ২০০ অশ্বশক্তির ইঞ্জিন থেকে আসে। মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার।

ডুকাটি প্যানিগেল ভি৪ আর
ঘণ্টায় ১৯৯ মাইল বা ৩২০ কিলোমিটার গতিতে ছুটে চলতে পারা একটি বাইক হলো ডুকাটি প্যানিগেল ভি৪ আর। এটি একটি রেসিং প্রোটোটাইপ মোটরসাইকেল। ইতালীয় শৈলী এবং পারফরম্যান্সের মিশ্রণ একে একটি অতি শক্তিশালী মোটরসাইকেলে পরিণত করেছে। এই বাইকের দুর্দান্ত গতির অন্যতম কারন হলো এর ডেসমসডিসি স্ট্রাডেল আর ইঞ্জিন। ৯৯৮ সিসি এর এই ইঞ্জিনটি ২২১ অশ্বশক্তি উৎপাদন করতে সক্ষম। এর বাজারমূল্য প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার।

Related News

Honda Launches the Most Awaited All New Hornet 2.0Honda's motorcycle brand is globally renowned for its innovation, reliability, and broad appeal, offering bikes that cater to a wide range of riders, from daily commuters to performance enthusiasts. As one of the largest motorcycle manufacturers in the world, Honda has produced iconic models. Honda motorcycles are a symbol of durability, cutting-edge technology, and versatility. Honda has cultivated a legacy with the....English
Prices of Petrol, Octane drops by 6 Tk in BangladeshThe interim government has readjusted the prices of fuel oil in September in line with the prices in the international market. The changes will lead to price cuts of Tk 1.25 – Tk 6 per litre in the market. In a notice released on Saturday, 31 August, 2024, the prices of petrol and octane were cut by Tk 6 per litre, whileBangla....English
Honda unveils the New SP 160 with PGM-FI Technology in BangladeshHonda is a global leader in motorcycle manufacturing, known for its innovation, quality, and commitment to customer satisfaction. With a rich heritage spanning several decades, Honda continues to set new benchmarks in the automotive industry, delivering products that meet the evolving needs of consumers worldwide. Honda has a legacy of SP brand in several countries. Honda SP 125 was introduced in November....English
TVS Unveils TVS Apache RTR 160 Xonnect Edition in BangladeshTVS Motor Company (TVSM) on Sunday announced the launch of the TVS Apache RTR 160 Xonnect Edition motorcycle in Bangladesh. The company offers a slew of products to its customers in Bangladesh, including the TVS Apache series, a popular brand amongst enthusiasts of performance motorcycles. The all-new TVS Apache RTR 160 Xonnect Edition comes updated with striking style elements and attractive graphicsBangla....English
Yamaha Launches Two New Bikes in BangladeshYamaha is always at the top to bring new bikes with modern features for its customers. In continuation of this, Yamaha brought the premium sports segment scooter Aerox 155 cc in the Bangladesh market.  With a price tag of Tk 5,30,000, the scooter has advanced technologies like Traction Control, ABS, VVA and Y Connect. At the same time, Yamaha management announced theBangla....English