মোটরসাইকেল নিয়ে হাইওয়ে পুলিশের পরামর্শ
দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সহজলভ্য এক যান হলো মোটরসাইকেল। রাস্তার ঝামেলা, গণপরিবহনে ওঠার ঝামেলা এড়াতে অনেকেই মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। দুই চাকার এই যান চালানোর সময় থাকতে হয় সতর্ক। বিশেষ করে হাইওয়েতে মোটরসাইকেল চালালে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
হাইওয়েতে মোটরসাইকেল নিয়ম-কানুন মেনে না চালালে যে কোনো মুহূর্তেই পড়তে পারেন বিপদে। ঘটতে পারে দুর্ঘটনা। তাই মোটরসাইকেল চালানোর সময় বেশ কিছু সতর্কতা মানা জরুরি। এর মাধ্যমে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো কিংবা কমানো যায়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কিছু পরামর্শ নিচে দেয়া হলো:
১. মোটরসাইকেলে দু’জনের বেশি আরোহণ করবেন না।
২. চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করুন।
৩. উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।
৪. ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।
৫. মোটরসাইকেলের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।
তথ্য সূত্র: হাইওয়ে পুলিশ।